মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ উত্তর – Model Activity task Class 4 Answer Download PDF for Part 9 February 2023 | চতুর্থ শ্রেণীর মডেল এক্টিভিটি টাস্ক Download PDF
ক্লাস ফোর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 10 (February 2023) এর উত্তর তোমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে. January / February 2023 New Model Activity Task Questions & Answers are provided in this post. Students can download the tasks from the links provided below in PDF format.
তোমরা যারা ক্লাস ফোর এর ছাত্র ছাত্রী তাদের এ বছর থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর পেতে কোন রকম সমস্যা হবে না.কেননা আমরা এ বছর থেকে প্রত্যেক ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর প্রদান করলাম।তোমরা চাইলে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে পার্ট ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর উত্তর পেয়ে যেতে পারো আমাদের ওয়েবসাইটে।
আমরা এখানে বাংলা অংক ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরেজি পরিবেশ পরিচয় প্রভৃতির উত্তর প্রদান করে দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছামত বিষয়ে ক্লিক করে মডেল অ্যাক্টিভিটি আজকের উত্তর নিয়ে নিতে পারো।তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ো.
মডেল একটিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর সব বিষয়ের উত্তর
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 9:
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে:
১.১ কবি ‘দিলখােলা হয়েছেন যার উপদেশে—
উত্তর : (ঘ) খােলা মাঠ
১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে—
উত্তর : (গ) সূর্য
১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন —
উত্তর : (গ) কঠোর হতে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
২.১ ‘আমায় দিল ভিক্ষা।’ – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন?
উত্তর: কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন-জঙ্গলের কাছ থেকে যে মধুর ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন।
২.২ ‘মৌন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মৌন’ শব্দের অর্থ হলাে চুপ করে থাকা।
২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?
উত্তর : কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন।
৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন?
উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষালাভ করে চলেছেন। তিনি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র লাভ করেছেন। বাতাস যেমন অলসভাবে বসে না থেকে সবসময়েই চলে, তেমনি কবিও নিরলস কর্মী হতে চান।
৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে?
উত্তর : সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎ গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতাে আমাদের হৃদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তােলা প্রয়ােজন। অর্থাৎ সাগর কবিকে ইঙ্গিতে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয় l
৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই?
উত্তর : ‘সবার আমি ছাত্র’ কবিতার কবি সুনির্মল বসু হলেন প্রকৃতির ছাত্র। বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনাে সন্দেহ নেই।
৪.নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে:
‘বিশ্বজোড়া পাঠশালা মাের, / সবার আমি ছাত্র’
– ‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলােচনা করাে।
উত্তর :
কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন এই প্রকৃতির আকাশ, বাতাস, পাহাড়, চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, পাথর, ঝরনা, বনভূমি প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার আছে । বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার । আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি ঠিক সেভাবেই এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি । সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা হয়ে উঠেছে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 8:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 7:
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ ‘এই ছবিটা দেখে আমার দিকে তাকাল’। – উবার পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে?
উত্তর: ‘আমাজনের জঙ্গল’ গল্পের লেখক ‘অমরেন্দ্রনাথ চক্রবর্তী’ জঙ্গলে ভ্রমণ করার সময় যে ছেলেটির সঙ্গে ঘুরছিল আর জঙ্গলের বর্ণনা দিয়েছিল সেই ছেলেটি উবার।
ভ্যান স্কাই অনেক বড় টিনের বাক্সের মতো দেখে, আর ওই গাড়িটা তে ছোট ছোট ছেলেমেয়েরা ঠেলাঠেলি করে বসে স্কুলের দিকে যাচ্ছে আর এই ছবি দেখে লেখক ও বাঁকে জিজ্ঞাসা করেছিল।
১.২ ‘কোন ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি’। – বক্তাকে তিনি কোন ওষুধের কথা বলেছেন?
উত্তর: লীলা মজুমদারের রচিত আলো গল্প থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে। এখানে কথক হলেন গুরু, এখানে লাল মধুর ও হাড়ভাঙ্গা গাছের পাতার কথা তিনি বলেছেন ।
১.৩ ‘মাঠের বৃষ্টি বড় বিশাল’। – সেই বৃষ্টির বিতরণ কত কিভাবে দিয়েছে?
উত্তর: অ্যাডভেঞ্চার বর্ষায় গল্প মণীন্দ্র গুপ্ত বর্ষা সময়ের বৃষ্টির সঙ্গে ওই সমকালীন এর বর্ণনা দিতে গিয়ে উদ্ধৃত অংশটি ব্যাখ্যা করেছেন। বৃষ্টির ফোঁটা মাঠের সমস্ত গাছপালা ,জীবজন্তু ,পশুপাখি, উদ্ভিদকেযেন আছড়ে আছড়ে মারার মতো বৃষ্টির ফোটা পরছে আর সেই বৃষ্টিতে সমস্ত কিছু যেন ধুয়ে চলে যাচ্ছে খালি গায়ে থাকা দেহের উপর বৃষ্টির ফোঁটা যেন পেরেকের মত লাগছে এভাবে বর্ণনা করেছেন।
১.৪ আমার তরী বোঝাই করে দেবে উপহার’ – কে, কি উপহার দেবে?
উত্তর: “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের” রচিত ‘আমি সাগর পাড়ি দেবো ‘কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
কথক সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সপ্ত মধুকর নিয়ে বাণিজ্যে যেতে চান। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে কথক সাত সমুদ্র পাড়ি দিয়ে চলবে মরাল সমল দুলে-দুলে এবং সিন্ধু রতন মানিক বোঝাই করে উপহার তাকে দেবে।
১.৫ ‘দূরের পাল্লা’ কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে? তারা নৌকায় বসে কি করছেন?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের রচিত দূরের পাল্লা কবিতায় নৌকা মাঝির কথা উল্লেখ করেছেন। নৌকায় বয়ে যাওয়া তিনজন মাঝি আপন-মনে গান গাইতে গাইতে চলছে এই ঘটনার কথাই বলা হয়েছে.
২. নিচের ব্যাকরণ গত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ সন্ধি বিচ্ছেদ করো:
২.১.১ অপেক্ষা
উত্তর: অপ + ঈক্ষা
২.১.২ ব্যবহার
উত্তর: বেব + হার
২.১.৩ অধ্যুষিত
উত্তর: অধি + উষিত
২.২ সন্ধি করো:
২.২.১ অতি + উক্তি
উত্তর: অত্যক্তি
২.২.২ প্রতি + অক্ষ
উত্তর: প্রত্যক্ষ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 6:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 4:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 3:
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে:
১. ‘জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একেকদিন হঠাতই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে।-উবা কে? তার এভাবে বসে পড়ার কারণ কী ?
উত্তর :- আমাজনের জঙ্গলে লেখক ঘুরতে গেলে যে ছেলেটি লেখক কে ঘুরতে সাহায্য করেছিল সেই ছেলেটির নাম উবা। উবা যে মাঝে এভাবে ঝুঁকে পড়ে তার কারণ উবা লেখক এর চোখের দৃষ্টি দেখে বুঝতে চায়, তিনি কে? জানতে চায় আমি কোথা থেকে এসেছি । কোন পৃথিবীর মানুষ আমি , সেই পৃথিবীটা কি রকম ।
২. দুঃখিনী তুই, তাইতাে মা এ দুখ ঘুচাব আজ -কথক কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায় ?
উত্তর :- লেখক সারা জগৎ জুড়ে সুখ কুড়িয়ে এনে তার মায়ের লজ্জা গোছাতে চায় । লাল জহরত পান্না চুনি মুক্ত মালা এনে লেখক হতে চান রাজার কুমার আর মাকে রাজরানী বানাতে চান ।
৩. “এবার ফেরবার পালা।” – দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তাঁর সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন?
উত্তর :- দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো । হওয়া আর বয় না , তার জাইগায় বয় জমাট বরফের কণা । দিনের পর দিন আকাশ পৃথিবীর কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্ব শরীর অবসন্ন হয়ে পড়ছে।
৪. ‘আলো’ নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও ।
উত্তর :- শম্ভু খুবই সাহসী ছেলে গুরুমশাই যখনবললেন দুই ঘণ্টার মধ্যে হাড় ভাঙ্গা গাছের পাতা বেটে, মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে না দিলে পা ফুলে ঢোল হয়ে যাবে।তখন ওষুধের গুণ ধরবেনা। তখন শম্ভু ঝড় জলের মধ্যেই ঘন অন্ধকারের মধ্যে, বিড়ালের কান্না, প্যাঁচাদের ভয়নক গান গাছেদের গান বন বিড়াল দের চিৎকার মনসার ঝোপের গান এবং সবশেষে গুহার বাঁদরের গান এবং চিৎকার জয় করে তার দাদুর জন্য হাড় ভাঙ্গার পাতা এবং মধু এনেছিল।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 2:
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ সন্দেহ নাই মাত্র _ কোন্ বিষয়ে কবির কোনো সন্দেহ নেই?
১.২ ‘নরহরি দাস’ গল্পে বাঘ, শিয়াল আর ছাগলছানাকে তোমার কেমন লেগেছে?
১.৩ স্কুলের হলঘরে তাবু খাটানোর দু-দিন পরে ঘটনাটা ঘটেছিল।” _ কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
১.৪ ‘আম বাগিচার তলায় যেন তারা হেসেছে’ _ একথা বলা হয়েছে কেন?
১.৫ “বিচিত্র সাধ’ কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কীভাবে ধরা পড়েছে?
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ শ,ষ,স – কে উম্মধ্বনি বলা হয় কেন?
২.২ অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও।
২.৩ স্তম্ভ মেলাওঃ
ক | খ |
---|---|
ক- বর্গ | কন্ঠ |
চ – বর্গ | তালু |
ট- বর্গ | মূর্ধা |
ত- বর্গ | দন্ত |
প- বর্গ | ওষ্ঠ |
Model Activity Task Bengali Answer Part 2


মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি বাংলা Part 1:

Model Activity Task Bengali Answer Part 1



মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 9:

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 8:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 7:
Activity 1
Pick out and write the Adverbs in the following sentences:
a) He is often late in doing the work.
Answer: often
b) She runs quickly.
Answer: quickly
c) She always speaks the truth.
Answer: always
d) He walked lazily.
Answer: lazily
Activity 2
Complete the following table:
Answer:

Activity 3
Make sentences with the following words:
a) Freedom:
Ans: Freedom is our fundamental right.
b) uneven:
Ans: The floor is uneven.
Activity 4
Write five sentences on ‘Our National Flag’.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 6:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 4:
ACTIVITY 1
Who am I?
a) I have a huge body. I have a trunk. My cry is called trumpet.
b) I can fly. I hoot. I come out in the night.
c) I eat grass. I bleat. I give milk.
Answer:
a) I am Elephant.
b) I am Owl.
c) I am Sheep/Goat.
ACTIVITY 2
Make sentences with the following words:
a) Happiness
b) Clean
c) Avoid
ACTIVITY 3
Read the following words and fill in the table:
girl, bottle, mud, player, police, brick
Answers:
Common Gender | Neuter Gender |
player | bottle |
police | brick |
mud |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 3:

Model Activity Task English Answer Part 3
Activity 1 Answer:
(i) The British ruled over India for (b) over 200 years.
(ii) India became free on (a) 15th August 1947.
(iii) Our National Anthem was written by (c) Rabindranath Nath Tagore.
Activity 2 Answer:
Select the Masculine Gender, Feminine Gender, Neuter Gender and Common Gender in the following sentences and put them in correct columns:
Masculine Gender | Feminine Gender | Neuter Gender | Common Gender |
dog | sister | clock | friends |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 2:
Activity – 1
Complete the following sentences with suitable pronouns . Two are done for you :
i) Barun and _______ brother go to play football in the nearby park every afternoon.
Ans. his.
ii) My friend invited ______to her birthday party.
Ans. him.
iii) Mother called Ria and Priya . She wanted ____ to have their lunch.
Ans. them.
Activity -2
Write antonyms of the following words choosing from the List given below :
i) difficult : easy.
ii) outdoor : indoor.
iii) finish : start.
Activity -3
Read the following jumbled letters . Rearrange those letters to make meaningful words by following the instructions given in brackets. Make sentences with the words that you have formed:
i) ovictry
Ans. Victory – I have a victory against him.
ii) fdeaet
Ans. Defeat – Today I was a defeat against her.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি ইংরেজি Part 1:
Activity -1
Match column A with column B. Write the sentences in the space given:
Ans. i) Fairy Tales always – do not have a fairy.
ii) Each country – adds its own flavour to a fairy tale.
iii) Beauty and the Beast – is a popular fairy tale.
Activity -2
Change the underlined singular nouns to plurals and rewrite the sentences in the space given. One is done for you :
i ) Some monkey are hanging from the branch of the banyan tree.
Ans. Some monkeys are hanging from the branches of the banyan tree.
ii ) The man cuts these loaf with sharp knife.
Ans. The man cuts these loafs with sharp knifes.
iii) The boy saw many deer in the zoo.
Ans. The boy saw many deers in the zoo.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 9:
১. শূন্যস্থান পূরণ করাে :
১.১ সাপ ____________ খায়।
উত্তর: সাপ ব্যাঙ বা ইঁদুর খায়।
১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে ____________ ।
উত্তর: গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলাে গিরগিটি ।
১.৩ মাছের সারা গায়ে ____________ থাকে।
উত্তর: মাছের সারা গায়ে আঁশ থাকে।
২. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও:
২.১ উত্তর: পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। ✔
২.২ উত্তর: ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব। X
২.৩ উত্তর: শামুকের শরীর নরম। ✔
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর: পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলাে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কৃষ্ণসার হরিণ।
৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখাে।
উত্তর:
মিল | অমিল |
প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে। | প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির নেই। |
৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর: মাছের দুটি বৈশিষ্ট্য হল:
- (i) মাছের শরীর আঁশে ঢাকা থাকে।
- (ii) জলে সাঁতার কাটার জন্য মাছের নানা রকমের পাখনা থাকে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর: জীবের তিনটি বৈশিষ্ট্য:
- (i) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।
- (ii) জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।
- (iii) জীব উত্তেজনায় সাড়া দেয়, স্থান পরিবর্তন ও নড়াচড়া করতে পারে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 8:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 7:
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের
উত্তর (ক) উত্তর-পূর্ব দিকে
১.২ মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হল
উত্তর. (গ) তামা
১.৩ নৌকা চালানোর সময় গাওয়া হয়
উত্তর (ঘ) সারি গান
২. ঠিক বাক্যের পাশে ✔️ আর ভুল বাক্যের পাশে ✖️ চিহ্ন দাও
২.১ চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা।
উত্তর: (✖️)
২.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উত্তর: (✔️)
২.৩ আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো।
উত্তর: (✔️)
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও এর অবদান উল্লেখ করো।
উত্তর: বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন গবেষণার পর তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের কোনো বস্তুকে খুব সহজেই পর্যবেক্ষণ করা যায় আর এই দূরবীক্ষণ কে কাজে লাগিয়ে তিনি পৃথিবী থেকে চাঁদ কে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি সর্বপ্রথম মহাকাশ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং তিনি বলেন চাঁদ ও পৃথিবীর মতো অসমান আর সেখানে খাদে ভরা রয়েছে।
আর এরপর থেকেই পরবর্তী বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে আরো কৌতুহলী হয়ে তার বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছে।
৩.২ দৈনন্দিন জীবনে নানা রকম টুল এর সাহায্য নেওয়া হয় কেন?
উত্তর– দৈনন্দিন জীবনে মানুষ বিভিন্ন ধরনের টুল এর ব্যবহার করে থাকে নিজের কাজকে সহজ সরল করার জন্য এবং আরামদায়ক করতে। যেমন মাঠে কাজ করার জন্য কোদাল কাস্তে এছাড়াও বাড়িতে রান্না করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বাসনপত্র ও বালতি দূরের কোথাও যাওয়ার জন্য মানুষ যানবাহনের ব্যবহার ইত্যাদি টুলের সাহায্যে মানুষ অল্প সময়ে বেশি পরিমাণে কাজ করতে সক্ষম।
৩.৩ কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটা নির্ভর করে উদাহরণের সাহায্যে বাক্যটি যথার্থ ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ যেখানে বসবাস করে অথবা যে স্থানে জীবিকার জন্য বসবাস করতে থাকে সেখানে সেরকমভাবে সে জীবিকা কে কাজে লাগিয়ে নিজেদের জীবন ধারণ করে।
যেমন শিল্প প্রধান দুর্গাপুর, ব্যান্ডেল, গুজরাট, বোম্বে এই সমস্ত স্থানে বিভিন্ন বড় বড় শিল্প কারখানা থাকায় মানুষ যেখানে শিল্পের উপর নির্ভরশীল আবার অপরপক্ষে চাষযোগ্য যেমন বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত স্থানের উপর নির্ভরশীল।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানান রকম পরিবর্তনের সূচনা করে বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 6:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 4:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 3:
১. পৃথিবীতে কীভাবে দিন আর রাতের সৃষ্টি হয় ?
উত্তর :- পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন আর রাতের সৃষ্টি হয় পৃথিবীর নিজস্ব কোন আলো নেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় আহ্নিক গতির জন্য পৃথিবীর যেদিকে সূর্যের সামনে আসে সে দিক সূর্যের আলোতে আলোকিত হয় তখন ওই আলোকিত স্থানসমূহ দিন হয় আর আলোকিত স্থানের উল্টোদিকে অর্থাৎ পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে সে দিকটা অন্ধকার থাকে । সেখানে সূর্যের আলো পৌঁছায় না এসব অন্ধকার স্থানে তখন রাত হয় ।
২. নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কী কী সুবিধা হতে পারে ?
উত্তর :-`1. নদীর ধারের জমি উর্বর হয় তাই চাষবাস ভালাে হবে।
2. খুব সহজেই পরিবারের মাছের চাহিদা ও জীবিকা নির্বাহ করতে পারবে।
3. নদীর ধারে অনেক ফাঁকা জায়গা থাকে । সেখানে পশু পালন করতে পারবে।
৩. নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লােহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কী কী সুবিধা আছে ?
উত্তর :- 1. লোহার চেয়ে ব্রোঞ্জের জিনিস অনেক বেশি হালকা হয়।
2. লােহার বস্তু ব্রোঞ্জের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
3. ব্রোঞ্জের জিনিস পাতলা হয় কিন্তু লোহার
জিনিস মােটা এবং মজবুত হয়ইত্যাদি…
৪. তােমাকে দুরকমের অঞ্লের কথা বলা হলাে। এই দু রকম অঞ্লে কী কী জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো – (ক) নদী অথবা সমুদ্রের আশেপাশে; (খ) চাষ জমির আশেপাশে।
উত্তর :-(ক) নদী অথবা সমুদ্রের আশেপাশে; –
১. মৎস্যজীবীকা ।
২. লবণ সংগ্রহ করা ।
৩. বালি পাথর সংগ্রহ করে ।
৪. পশু পালন করা ।
(খ) চাষ জমির আশেপাশে :-
১. কৃষি কাজ করা ।
২. খেতমজুরি করা ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 2:
১ ) পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় ?
২ ) বাতাসের অবাঞ্চিত উপাদান গুলি কি কি ?
৩ ) বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটিকে আলাদা করবে ?
৪ ) দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত ?
৫ ) তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখ।
Model Activity Task Environment & Science Answer Part 2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Part 1:
১ ) ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে ?
২ ) বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখ।
৩ ) একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয় ?
৪ ) একটি পুকুরের জলের বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো।
Model Activity Task Environment & Science Answer Part 1


মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 9:

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 8:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 7:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 6:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 4:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 3:

Model Activity Task Math Answer Part 3
১.

২.

৩.

৪.

5. Answer: 1 Kg 300 Gram.

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 2:
১. নীচের প্রশ্নের ঠিক উত্তরটি খােপে লেখাে :
২৮-এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে –
(a) ১ কম (b) ১ বেশি (c) ২ কম (d) ২ বেশি
উত্তর :- ২ কম
২. ৮৪২০ সংখ্যাটিতে চার -এর স্থানীয় মান _______ । (শূন্যস্থান পূরণ করো)
উত্তর :- ৪০০
৩. তিন হাজার চার শতক তিন দশক চার একক সংখ্যাটিকে অঙ্কে লেখাে।
উত্তর :–

৪. স্তম্ভ মেলাও (তিনটি) :
ক | খ |
---|---|
৪৬২০ -এর ৬ -এর স্থানীয় মান | ৬০০ |
৩০০০×২ | ৬০০০ |
৫০৬০-৫০০০ | ৬০ |
৫৩০২ + ৭০০, যােগফলটি কার্ডের সাহায্যে করলে, ১০০০-এর কার্ডের সংখ্যা | ৬ |
৫. একটি যেকোনাে তিন অঙ্কের সংখ্যার সংঙ্গে একটি যেকোনাে দুই অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য, গুণক এবং গুণফল লেখাে
উত্তর :-

মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত Part 1:
১. ২০১১ সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান________.
উত্তর :- ০×১০০ = ০
২. ৩, ০, ৪ এবং ৭ সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে __________.
উত্তর :- ৭৪৩০
৩. ২০০০ x ৪ -এর গুণফলে একক, দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে_____________বসবে।
উত্তর :- ০ বসবে (২০০০×৪ = ৮০০০)
৪. এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখাে যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে ৪ টি হাজারের কার্ড থাকবে।
উত্তর :- ১০০০×৪ = ৪০০০ = ১০০০+১০০০+১০০০+১০০০
৫. ৪০১১ থেকে ৪০০১ কত কম ?
উত্তর :–

৬. ৬ জন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মােট ২১০০ টাকা লাগবে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে, এক এক জনকে কত টাকা দিতে হবে ?
উত্তর :- ৩৫০ টাকা দিতে হবে.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 9:
১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে
উত্তর:
(ক) অসুখ বড়াে বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই।
(খ) আমাশয় বা পেটের রােগে, ছেলেমেয়ে বড়ােই ভােগে।
(গ) ঈষৎ আলােয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই।
(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে, পাতে কি নুন খাওয়া চলে?
(ঙ) ঋতু-বদল খেয়াল রেখাে, সাবধানেতে তখন থেকে।
(চ) ও.আর.এস জিনিসটা কী, নতুন করে বলব তাকি?
(ছ) ঔষধ যদি খেতেই চাও, ডাক্তারকে আগে দেখাও।
(জ) ঘুমােতে ভাই যখনই যাও, মশারিটা টাঙিয়ে নাও।
(ঝ) রঙ দেওয়া সব খাবার কিনে, মরতে কি চাও দিনে দিনে?
(ঞ) চোখের রােগের ধরন নানা, ছানি পড়া বা রাতকানা l
(ট) ছাতু ছােলা যত খাবে, প্রােটিনও তাে ততই পাবে।
(ঠ) জিভে যখন ময়লা জমে, হজমশক্তি তখন কমে।
(ড) ঝরনার জল কাজে লাগে, শরীর স্বাস্থ্য ভালাে রাখে।
(ঢ) টাটকা খাবার খেয়ে তােনাও, সুস্থ যদি থাকতেই চাও।
(ণ) ডায়ারিয়ায় জলাভাব হয়, ও.আর.এস-এই সারে নিশ্চয়।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 8:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 7:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 6:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 5:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 4:
আমাদের স্কুল ও স্বাস্থ্যবিধান
১। শূন্যস্থান পূরণ করাে:
(ক) আমাদের স্কুল:
আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা,
দিনভর ছােটাছুটি করে _______।
বালিকারা একসাথে আসে স্কুলে,
মৌমাছি উড়ে যায় ফুল থেকে ফুলে।
উত্তরঃ বালকেরা
(গ) আমাদের স্কুল:
বর্জ্য ফেলার আছে ছােটো ডাস্টবিন,
হাত ধুতে চাও বুঝি? রয়েছে _______।
স্কুল জুড়ে আছে সবুজ বাগান,
পাখি কত সুরে গায়, শােনাে পেতে কান।
উত্তর: বেসিন
(খ) আমাদের স্কুল:
ছেলেদের মেয়েদের আছে বাথরুম,
স্কুলে পড়া হয় – নেই চোখে ঘুম।
স্কুল পরিসরে আছে চালু নলকূপ,
স্কুল যেই শুরু হয়, সকলেই _______ ।
উত্তর: চুপ
(ঘ) আমাদের স্কুল:
মিড-ডে মিলের আছে ব্যবস্থা নানা,
ভালাে করে ধুয়ে নিই থালাবাটি ______ ।
আমরাই গড়েছি যে শিশু সংসদ,
পড়ুয়ার অধিকার-আছে নিরাপদ।
উত্তর: খানা
(ঙ) চোখের রােগ প্রতিরােধ:
চোখেরই রােগ প্রতিরােধে বলি যে বার বার,
জল দিয়ে রােজ করতে হবে চোখের পরিষ্কার।
রাতে পড়ার সময় আলাে থাকবে _____ থেকে,
পড়াশােনা করতে হবে দূরত্বে বই রেখে।
উত্তর: পিছন
(চ) দাঁতের রােগ:
সকালে ঘুম থেকে উঠে, শােয়ার আগে ______ প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষব দাঁতে।
উত্তর: রাতে
(ছ) ত্বকের রােগ প্রতিরােধ:
__________ জলে নিয়মিত করতে হবে স্নান,
পরিচ্ছন্ন রাখতে দেহে লাগাবে সাবান।
দাদ, চুলকানি, একজিমা, ব্রণ করতে হবে দূর,
সুস্থ হয়ে তবেই তুমি বাঁচবে যে _______ ।
উত্তর: উষ্ণ, ভরদুপুরে
(জ) অপুষ্টি আর নয়:
শিক্ষার্থীদের বলতে পারি অপুষ্টি আর নয়,
অপুষ্টিটা হলে পরে নানা যে রােগ হয়।
বড়াে হয়ে উঠতে সঠিক পুষ্টি প্রয়ােজন,
দেহের _______ বৃদ্ধিতে তাই সবাই দিও মন।
উত্তর: সঠিক
(ঝ) মেদাধিক্য:
অতি পুষ্টি খাবার খেয়েই মেদাধিক্য হয়,
অতিরিক্ত চর্বি জমে হবে তা নিশ্চয়।
উচ্চ প্রােটিনযুক্ত খাবার মেদ বৃদ্ধি করে,
বংশগত কারণও তাে রয়েছে _______।
উত্তর: তারপরে
(ঞ) একখানা গাছ:
একখানা গাছ তার আছে ফল ফুল,
ভােরবেলা পাখিদের বসে ইসকুল।
একখানা গাছ তার পাতার বাহার,
পাতারা বানায় রােজ গাছের _______।
উত্তর: আহার
(ট) কানের রােগ প্রতিরােধ:
কানে ময়লা জমতে পারে অধিক পরিমাণে,
শ্রবণশক্তি কমতে পারে, ব্যথাও হয় _______।
জল ঢুকতেই পারে কিংবা পুঁজ জমতে পারে,
কানের পর্দা ফেটে গিয়ে বিপদ শুধু বাড়ে।
উত্তর: কানে
(ঠ) প্রাথমিক চিকিৎসা:
সাময়িক এই নিরাময়ে
শুশ্রুষা তার চাই,
প্রাথমিক এই চিকিৎসারই।
জুড়ি যে আর ______।
উত্তর: নেই
২। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✔) চিহ্ন দাও:
(ক) চোখের রােগ প্রতিরােধে কী করতে হবে?
উত্তর: (d) ঘি, দুধ, মাছ, মাংস, ডিম, শাকসবজি খেতে হবে এবং জল দিয়ে চোখ পরিষ্কার করে ও সবুজ গাছপালা অথবা স্নিগ্ধনীল আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে।
(খ) মানুষের ত্বক সূর্যালােক থেকে কোন ভিটামিন সংগ্রহ করতে পারে?
উত্তরঃ (d) ভিটামিন D
(গ) অন্ধত্ব প্রতিরােধে কী কী খাওয়া উচিত?
উত্তরঃ (d) সব কয়টিই
(ঘ) চোখের বিভিন্ন রােগগুলি হলাে—
উত্তরঃ (c) আঞ্জনি, চক্ষুপ্রদাহ, ছানি, রাতকানা
(ঙ) দাঁতের বিভিন্ন রােগগুলি হলাে—
উত্তরঃ (a) দন্তক্ষয়, পাইওরিয়া, নিশ্বাসে দুর্গন্ধ
(চ) দাঁত কখন কখন মাজবে ও পরিষ্কার করবে?
উত্তরঃ (d) সকালে ঘুম থেকে উঠে ও রাতে শােয়ার আগে প্রতিদিন মাজন দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে এবং খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধুতে হবে।
(ছ) অসুখ বড়াে বিচ্ছিরি ভাই তাই কী করতে হয়?
উত্তরঃ (a) অসুখকে এড়াতে হয়
(জ) শিশুদের কোন সময় সাবধানে থাকতে হয় ?
উত্তরঃ (d) ঋতু বদলের সময়
(ঝ) ঔষধ কার পরামর্শে খেতে হয়?
উত্তরঃ (b) ডাক্তারের পরামর্শে
(ঞ) ঘুমােনাের সময় অবশ্যই কী করতে হবে
উত্তরঃ (a) মশারী টাঙিয়ে ঘুমােতে হবে
(ট) কৃত্রিম রং দেওয়া খাবার খেলে কী হয়?
উত্তরঃ (a) রােগ হয়।
(ঠ) হাঁচি-কাশির সময় কী করতে হয়?
উত্তরঃ (a) রুমাল দিয়ে মুখটা ঢেকে হাঁচি-কাশি দিতে হয়
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 3:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 2:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা Part 1:
Therefore, students, you must practice these questions and solve the Model Activity Task Class 4 Answer 2023 on your own. If you have solved the papers, you can match with the Model Activity Task answers given here. Also, if you are unable to find answer, then you can refer to the answers given. আমরা ভবিষ্যতে তোমাদের জন্য ক্লাস 4 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর নিয়ে আসব. Stay with our website www.pscwb.org.in.