WB TET Mock Test 2023 Free Primary TET Important MCQ

WB Primary TET Mock Test 2023 – Syllabus wise Model Questions Answers / Practice Set / Mock Test papers of West Bengal Primary Teacher Eligibility Test (T.E.T) Exam is available for Download in PDF format on www.pscwb.org.in.

আমরা এখানে আসন্ন পশ্চিমবঙ্গ প্রাথমিক TET পরীক্ষার জন্য মডেল প্রশ্ন প্রদান করেছি। মডেল প্রশ্নপত্রগুলি WB TET 2023 পরীক্ষার জন্য সহায়ক হবে যা 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনি বিনামূল্যে WB প্রাথমিক TET অনলাইন মক পরীক্ষা দিতে পারেন।

WB TET Question Paper {2011 to 2023} Download PDF

Also Read – WB Primary TET Syllabus 2023.

Pedagogy MCQ – শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা মক টেস্ট:

1. নিচের কোনটি ভাষার বিকাশকে প্রভাবিত করে এমন সামাজিক কারণ নয়?

ক) পিতামাতার সাথে মিথস্ক্রিয়া

খ) শিক্ষাগত পরিবেশের সাথে মিথস্ক্রিয়া

গ) সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়া

ঘ) আর্থ-সামাজিক অবস্থার সাথে মিথস্ক্রিয়া

উত্তর : খ) শিক্ষাগত পরিবেশের সাথে মিথস্ক্রিয়া

2. _____ অনুপ্রাণিত শিক্ষার একটি চিহ্ন হিসাবে বিবেচিত হয়।

ক) ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি

খ) শিক্ষক প্রদত্ত প্রতিকারমূলক কাজ

গ) শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করা

ঘ) ক্লাসে পিন ড্রপ সাইলেন্স

উত্তর : গ) শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করা

3. অনুপ্রেরণার প্রক্রিয়া বন্ধ হওয়ার সাথে সাথে

ক) ব্যক্তির কার্যকলাপও বন্ধ হয়ে যায়

খ) কার্যকলাপের প্রয়োজন মৃত হয়ে যায়

গ) উপরের সবগুলো

ঘ) উপরের কোনটি নয়

উত্তর : গ) উপরের সবগুলো

Language Paper 1 MCQ – বাংলা ভাষা মক টেস্ট:

1. কে ‘গুনরাজ খান’ উপাধিতে ভূষিত করেন?

ক) বিপ্রদাস পিপিলাই

খ) মালাধর বসু

গ) কবি জয়দেব

ঘ) শ্রী চৈতন্য

উত্তর : খ) মালাধর বসু

2. দুনিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

) ফারসি

) ফরাসি

) আরবি

) গুজরাটি

উত্তর : ) আরবি

3. নাম পুরুষের অনুজ্ঞা পদ হতে পারে না, কারন –

ক) প্রত্যক্ষ বলে

) অপ্রত্যক্ষ বলে

) নিজেকে আদেশ করতে পারে না বলে

ঘ) তুচ্ছার্থক বলে

উত্তর : ) অপ্রত্যক্ষ বলে

Language Paper 2 MCQ – ইংরেজি ভাষা মক টেস্ট:

1) He told me that he ____ watching the movie.

a) is finished

b) was finished

c) had finished

d) not finished

Answer : c) had finished

2) Fill in the Blank: Please do not ….. an offer made by the Chairman.

a) refrain

b) refute

c) refuse

d) refuge

Answer : c) refuse

3. Find Error: Ram was (a)/ senior to (b)/ Sam in college.(c)/ No error (d)

Answer : d) No Error.

Environmental Science MCQ – পরিবেশ বিদ্যা মক টেস্ট:

1) বিশ্বের সবচেয়ে বেশি নলকূপ কোন দেশে আছে?

ক) চীন

খ) অস্ট্রেলিয়া

গ) আমেরিকা

ঘ) ভারত

উত্তর : ঘ) ভারত

2) ভাইরাস দ্বারা যে রোগ হয়:

ক) টাইফয়েড

খ) কলেরা

গ) সাধারণ সর্দি

ঘ) ম্যালেরিয়া

উত্তর : গ) সাধারণ সর্দি

3) ওজোন গর্তের জন্য দায়ী দূষণকারী হল __

ক) CO2

খ) SO2

গ) CO

ঘ) সিএফসি

উত্তর : ঘ) সিএফসি

Mathematics MCQ – গণিত মক টেস্ট:

1) 8x 8x 8-5 is equal to

ক) 0

খ) 1

গ) 2

ঘ) উপরের কোনটি নয়

উত্তর : খ) 1

2) দুটি ঘনকের আয়তন 8 : 27 অনুপাতে। তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হল?

ক) ২ : ৩

খ) ৩ : ২

গ) ৪ : ৯

ঘ) ৯ : ৪

উত্তর : গ) ৪ : ৯

3. 3 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে একটি রাশি রাখা হয়েছিল। এই রাশি টিকে 4% বেশি হারে রাখলে, আরো 600 টাকা বেশি সুদ হতো। রাশি টি ছিল

ক) 5000 টাকা

খ) 4000 টাকা

গ) 6000 টাকা

ঘ) 3000 টাকা

উত্তর : ক) 5000 টাকা

Other Model Questions Answers & Free Practice Mock Test for upcoming WB TET 2023 Exam:

If you have any questions related to WB TET 2023, then comment below. Keep checking our website for new West Bengal TET Mock Test MCQ Questions Answers.

Leave a Comment